লাভপুরে বিজেপি নেতাকে 'খুন', অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসকদলের
বীরভূমের লাভপুরে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মৃতের পরিবারের বিরুদ্ধে দেহ তুলতে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ মৃতের পরিবারের। গতকাল লাভপুরের মিরবাঁধ গ্রামে বাড়ির সামনেই বোমা মেরে খুন করা হয় স্থানীয় বিজেপি নেতা ডালু শেখকে। বিজেপির দাবি, এলাকায় ডালুর নেতৃত্বে বিজেপির প্রভাব বাড়ায়, ঈর্ষান্বিত হয়ে তাঁকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার শাসকদলের। অন্যদিকে, মৃত বিজেপি নেতার পরিবারের দাবি, দেহ তুলতে এসে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে গ্রামে ফের উত্তেজনা ছড়ায়। লাঠিচার্জের অভিযোগ অস্বীকার পুলিশের।
Tags :
Birbhum