দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ, রিপোর্ট চাইল UNESCO
souravp@abpnews.in
Updated at:
17 Jul 2019 03:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদার্জিলিং হিমালয়ান রেলওয়ের রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ। রেলমন্ত্রকের কাছে রিপোর্ট চাইল UNESCO। ২০২০-র ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। UNESCO-র অভিযোগ, অন্যতম হেরিটেজ নির্দশন হিসাবে পরিচিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বেশ কিছু স্টেশন রক্ষণাবেক্ষণের অভাবে ভুগছে। ২০১৭-য় পাহাড়ে হিংসার সময় সোনাদা এবং গয়াবাড়ি স্টেশনে ভাঙচুর চালানো হয়। ২ বছর পেরিয়ে গেলেও স্টেশন সংস্কার করা হয়নি। রেল লাইন সংলগ্ন এলাকায় বেআইনি দখলও রয়েছে। অভিযোগ UNESCO-র। দ্রুতই এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। জানিয়েছে রেলমন্ত্রক।