কোনা এক্সপ্রেসওয়েতে এলপিজি ট্যাঙ্কারের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মিলল সিসিটিভি ফুটেজ
কোনা এক্সপ্রেসওয়েতে এলপিজি ট্যাঙ্কারের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মিলল সিসিটিভি ফুটেজ। গত ২২ নভেম্বর এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ২ চালকেরই মৃত্যু হয়। ভোর পৌনে ৪টে নাগাদ কোনা এক্সপ্রেসওয়েতে গড়ফা ব্রিজে ওঠার মুখে দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। বিস্ফোরণও হয়। আগুনের তাপে ওভারহেড তার গলে যাওয়ায় হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বাতিল করা হয় তিন জোড়া হাওড়া-আমতা লোকাল। আগুন লাগার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে জগাছা থানার পুলিশ ও দমকল কর্মীরা। এরপর দমকলের ৬ ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে
Tags :
Howrah