রাতে হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ড, সলপ মোড়ের কাছে আবর্জনার স্তূপে ও আন্দুল রোডের বেলতলা মোড়ে একটি পিচ বোর্ডের দোকানে আগুন
রাতে হাওড়ায় দু’দুটি জায়গায় আগুন। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ডোমজুড়ের সলপ মোড়ের কাছে আবর্জনার স্তূপে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। একটি ইঞ্জিনের সাহায্যে আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। একই সময়ে আন্দুল রোডের বেলতলা মোড়ে একটি পিচ বোর্ডের দোকানে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের একটি খাবারের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। দমকলের ২টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি ক্ষেত্রেই আতসবাজি থেকে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান
Tags :
Howrah