সাঁতরাগাছি স্টেশনে বসানো ৩০টি সিসি ক্যামেরা, অথচ নেই কোনও ফুটেজ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2018 05:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সাঁতরাগাছি স্টেশনে ৩০টি সিসি ক্যামেরা, কাজ করছিল না একটিও! সৌন্দর্যায়নের জন্য তার কেটে দেওয়া হয় সিসি ক্যামেরার। তারপর ৬ মাস কেটে গেলেও, বিকলই রইল ক্যামেরা। গুরুত্বপূর্ণ স্টেশন, তাও কেন বিকল সিসি ক্যামেরা? সাঁতরাগাছি স্টেশনের পরিকাঠামো নিয়েই প্রশ্ন।