হাইকোর্টের নির্দেশে খোলা হল নেতাইয়ের রথীন দণ্ডপাটের বাড়ির সিল
নেতাইকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রথীন দণ্ডপাট সহ ২০ জন। অভিযোগ, রথীনের বাড়ি থেকেই সেদিন গুলি চালানো হয়েছিল। তারপর সিল করে দেওয়া হয়েছিল রথীনের বাড়ি। গতকাল হাইকোর্টের নির্দেশে সেই বাড়ির সিল খুলে দিল প্রশাসন।
Tags :
Jhargram