বেহালায় গৃহবধূ হত্যা: মাকে খুনের পর আত্মীয়দের বিভ্রান্ত করার চেষ্টা করে অভিযুক্ত মেয়ে-জামাই!
বেহালার বকুলতলায় গৃহবধূ শম্পা চক্রবর্তী খুনে চাঞ্চল্যকর তথ্য। মাকে খুনের পর আত্মীয়দের বিভ্রান্ত করার চেষ্টা মেয়ে-জামাইয়ের। শম্পার পরিবারের দাবি, দেহ উদ্ধারের দিন দাদুকে ফোন করে শম্পার মেয়ে স্নেহা। কথা হয় মামার সঙ্গে। মামার দাবি, স্নেহা জানতে চায় তার মায়ের কী হয়েছে। স্নেহা-রাজু দিঘা থেকে ফিরে ঘটনার কথা জানতে পেরেছে বলে দাবি করে। শম্পার স্বামী ভূপাল চক্রবর্তী নিরাপত্তা রক্ষী। তাঁর দাবি, ঘটনার রাতে তিনি নাইট ডিউটি করছেন কিনা, সে সম্পর্কে নিশ্চিত হতে তাঁকে ফোন করে জামাই রাজু।
Tags :
Kolkata