শেক্সপিয়র সরণির একাধিক পাবে হানা পুলিশের, গ্রেফতার ৩০
রাতভর শেক্সপিয়র সরণি থানা এলাকার বিভিন্ন পাবে কলকাতা গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান। পাব ম্যানেজার সহ গ্রেফতার ৩০। রাতে গোর্কি টেরাসের পাবে আইন ভেঙে, বিনা অনুমতিতে গভীর রাত পর্যন্ত নানান কাজকর্ম চলত বলে অভিযোগ। ওই পাবের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
Tags :
Kolkata