ভোট শেষ হতেই এডিজি সিআইডি পদে ফিরলেন রাজীব কুমার, ফেরানো হলো কলকাতা ও বিধাননগরের সিপিকেও
ভোট শেষ হতেই এডিজি সিআইডি পদে ফিরলেন রাজীব কুমার। কলকাতা ও বিধাননগরের সিপি-র পদে ফিরলেন অনুজ শর্মা ও জ্ঞানবন্ত সিংহ। ব্যারাকপুরের সিপি সুনীলকুমার চৌধুরীকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল ডি পি সিংহকে। অন্যদিকে, নির্বাচন কমিশন যাঁদের নিয়োগ করেছিল, তাঁদের পদ না দিয়েই সরিয়ে দেওয়া হয়েছে।
Tags :
Kolkata