টালা ট্যাঙ্কের একটি কম্পার্টমেন্টের সংস্কারের কাজ শেষ, শুরু জলসরবরাহ

টালা ট্যাঙ্কের একটি কম্পার্টমেন্টের সংস্কারের কাজ শেষ হল। আজ এই কম্পার্টমেন্ট থেকে ফের জলসরবরাহ শুরু হচ্ছে। যার সূচনা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে খবর, টালা ট্যাঙ্কের আরও একটি কম্পার্টমেন্টের সংস্কারের কাজ চলছে। এরপর ধাপে ধাপে আরও দুটি  কম্পার্টমেন্টের সংস্কার হবে।

JOIN US ON

Whatsapp
Telegram