ঠাকুরপুকুরে মেট্রো প্রকল্পস্থলের কাছে মহিলার কাটা হাত!
ঠাকুরপুকুরে মহিলার কাটা হাত! স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ঠাকুরপুকুরে মেট্রো প্রকল্পস্থলের কাছেই একটি কাটা হাত উদ্ধার হয়! খবর পেয়ে পুলিশ গিয়ে কাটা হাতটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায়। হাসপাতাল সূত্রে খবর, হাতটি বিকৃত হয়ে গিয়েছে। মহিলার কাটা হাত কীভাবে ওই এলাকায় এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Tags :
Kolkata