এলাকা থমথমে, মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ, ‘শান্তি ফিরিয়ে আনুক সরকার’, অনুরোধ স্থানীয়দের, আটক ২

আজ সকাল থেকে বোমা-গুলিতে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার ভাটপাড়া।  মৃত ২। জখম বেশ কয়েকজন।। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাঁদানে গ্যাস। গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। গুলি চালানোর কথা অস্বীকার পুলিশের। এলাকায় মোতায়েন র‍্যাফ, কমব্যাট ফোর্স ও স্ট্র্যাকো। লোকসভা ভোটের সময় থেকেই ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জগদ্দল থানা ভেঙে তৈরি হয়েছে ভাটপাড়া থানা। আজই থানা উদ্বোধনের কথা। তার আগে সকালে থানা থেকে ১০০ মিটার দূরত্বে কাঁকিনাড়ার কাছারি গেটের কাছে ৪ ও ৫ নম্বর রেল সাইডিং, নয়াবাজার সহ বিভিন্ন এলাকায় বোমাবাজি শুরু হয়। দুষ্কৃতীরা গুলিও চালায়।  আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বোমাবাজি শুরু হতেই এলাকায় দোকানপাট, বাজার বন্ধ হয়ে যায়।

JOIN US ON

Whatsapp
Telegram