উত্তর দিনাজপুরের চোপড়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত
ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ। আটক অভিযুক্ত। পরিবারের দাবি, অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। উত্তর দিনাজপুরের চোপড়ার কাচাখালি এলাকার ঘটনা। মৃতের নাম ভাদু বারিক। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে চা বাগানের কর্মী ভাদু বারিক অবসর নেন। তাঁর জায়গায় কাজে বহাল হন ছেলে সন্তোষ। পরিবারের দাবি, সন্তোষ মানসিক ভারসাম্যহীন। অভিযোগ, আজ সকালে চা বাগানের রাস্তায় আচমকাই ভাদুর ওপর চড়াও হন ওই যুবক। ক্রিকেট ব্যাট দিয়ে বাবার মাথায় বারবার আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর বাষট্টির ভাদুর। প্রতিবেশীরা সন্তোষকে ধরে হাত-পা বেঁধে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে।
Tags :
North Dinajpur