দক্ষিণ ২৪ পরগনার বাটরায় অস্ত্র কারখানার হদিশ
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার বাটরায় অস্ত্র কারখানার হদিশ। গ্রেফতার এক। উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বাটরা এলাকায় যৌথ অভিযান চালায় জয়নগর থানা ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। আব্দুল কারি মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র কারখানার হদিশ মেলে। উদ্ধার হয় ৩টি ডাবল ব্যারেল পাইপগানসহ প্রচুর অস্ত্রশস্ত্র, বেশ কয়েক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। অস্ত্র কারখানার মালিক আব্দুল কারি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
Tags :
South 24 Parganas