মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় কালী মন্দিরে চুরি, লুঠ সোনা-রুপোর গয়না ও প্রণামীর টাকাপয়সা
মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় কালী মন্দিরে চুরি। সোনা-রুপোর গয়না ও প্রণামীর টাকাপয়সা লুঠের অভিযোগ। গতকাল রাতে মন্দিরের জানালা ও দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। বিগ্রহের সমস্ত গয়না ও প্রণামীর বাক্স থেকে টাকাপয়সা লুঠ করে বলে অভিযোগ। আজ সকালে বিষয়টি টের পান মন্দিরের পুরোহিত। মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুষ্কৃতীরা অধরা।
Tags :
West Mednipur