সূত্র কেয়ারটেকারের ফোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Nov 2016 08:48 PM (IST)
সোনাগাছির কেয়ারটেকার খুনের ঘটনায়, ধৃত দুই কিশোরীকে কলকাতায় আনল পুলিশ। সূত্রের খবর, ট্রেনে আলাপ হওয়া এক যুবকের সাহায্যেই শিলিগুড়িতে হোটেল পেয়েছিল তারা। পরিকল্পনা ছিল, নিউ জলপাইগুড়ি যাওয়ার।