আরও কড়া ধারা যুক্ত করে ইউএপিএ সংশোধনী বিল পাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2019 07:28 AM (IST)
ফের রাজ্যসভায় বিরোধীরা ছত্রখান। আরও কড়া ধারা যুক্ত করে ইউএপিএ সংশোধনী বিল পাস। ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদকে যুক্ত করেছে কংগ্রেসই, কটাক্ষ অমিতের।