ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে ওভালে হাজির ঋণখেলাপিতে অভিযুক্ত বিজয় মাল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2019 05:39 PM (IST)
বহাল তবিয়তেই লন্ডনে ঋণখেলাপিতে অভিযুক্ত বিজয় মাল্য। ওভালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও দেখা মিলল তাঁর। সটান ম্যাচ দেখতে হাজির স্টেডিয়ামে। মুখে মিচেল স্টার্কের প্রশংসা। বিচারপ্রক্রিয়া নিয়ে কিন্তু মুখে কুলুপ। টিম ইন্ডিয়াকে সমর্থন করতে এসেছেন, দাবি মাল্যর