পশ্চিম মেদিনীপুরে র্যানসামওয়্যার ভাইরাস হানা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2017 02:18 PM (IST)
এবার কি এরাজ্যেও হানা দিল র্যানসামওয়্যার ভাইরাস? পশ্চিম মেদিনীপুরে চারটি ব্লকের রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থার চারটি অফিসে কম্পিউটার ব্যবস্থা বিপর্যস্ত। বেলদা, দাঁতন, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে রাজ্য বিদুৎ বণ্টন সংস্থার অফিসে সমস্ত কম্পিউটার ফাইল এনক্রিপ্টেড হয়ে গিয়েছে। যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে কম্পিউটার খুললেই মনিটরে ভেসে উঠছে মুক্তিপণের অঙ্ক, ঠিক সেভাবেই পশ্চিম মেদিনীপুরে রাজ্য বিদুৎ বণ্টন সংস্থার অফিসে কম্পিউটার খুললে, বিট কয়েন কারেন্সির মাধ্যমে ৩০০ ডলার মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ। মুক্তিপণের টাকা না মেটালে কম্পিউটার থেকে সমস্ত তথ্য উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in