আজও কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা, দরজায় দাঁড়িয়ে বর্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2018 12:03 PM (IST)
বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়ে রয়েছ নিম্নচাপের পরিস্থিতি। তার জেরে গতকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। আজও কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপে ভর করেই কয়েকদিনের মধ্যে রাজ্যে বর্ষা ঢুকবে।