ধারাবাহিক করুণাময়ী রানি রাসমণি-র কলাকুশলীদের জীবনে অনুরপ্রেরণা যোগান কারা, শুনব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2019 07:00 PM (IST)
প্রত্যেকের জীবনেই এমন একজন মানুষ থাকেন, যিনি প্রতিনিয়ত পাশে থেকে উত্সাহ দেন, অনুপ্রেরণা যোগান। যাঁকে দেখেই শেখা যায়, দুর্বলতার কাছে হার মানতে নেই। ধারাবাহিক করুণাময়ী রানি রাসমণি-র সেটে রাসমণি, মথুরামোহন, জগদম্বা, ভূপাল তাদের ব্যক্তিগত জীবনের এমনই কাছের মানুষদের কথা শোনাল।