সল্টলেকের ফ্ল্যাটে উদ্ধার মায়ের ঝুলন্ত দেহ, কোমরে বাঁধা ৯ মাসের শিশুর দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Feb 2017 09:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সল্টলেকে মা-সন্তানের রহস্যমৃত্যু। ফ্ল্যাটে মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। মায়ের কোমরে বাঁধা ৯ মাসের শিশুর দেহ।
জানা গিয়েছে, সল্টলেকের ইই ব্লকের ২০১ নম্বর ফ্ল্যাট থেকে এদিন শিশু-সহ উদ্ধার হয় পৌলমী রাউতের দেহ। নিহত বধূর ৯ বছরের ছেলের সঙ্গে কথা বলছে পুলিশ। খুন, না আত্মহত্যা, রয়েছে রহস্য। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জানা গিয়েছে, সল্টলেকের ইই ব্লকের ২০১ নম্বর ফ্ল্যাট থেকে এদিন শিশু-সহ উদ্ধার হয় পৌলমী রাউতের দেহ। নিহত বধূর ৯ বছরের ছেলের সঙ্গে কথা বলছে পুলিশ। খুন, না আত্মহত্যা, রয়েছে রহস্য। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।