কালিপুজোর আর মাত্র দু’দিন বাকি, আলোর উৎসবের প্রস্তুতিতে মেতেছে বাংলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2018 07:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কালিপুজোর আর মাত্র দু’দিন বাকি। দীপাবলির আলোয় ভাসবে গোটা দেশ। তাই দেবী আরাধনার প্রস্তুতিতে মেতেছে বাংলা৷ কোথাও থিমেই বাজিমাত৷ কোথাও আবার সাবেকি সাজে শ্যামা আরাধনা৷ আলোর উৎসবে, আলোর রোশনাইতে শহর সাজাতে একেবারে প্রস্তুত উদ্দ্যোক্তারা৷ মন্ডপ, মূর্তি, আলোকসজ্জা সবকিছুতেই চমক৷ কল্পনা বা ভাবনাতেও হাজারো অভিনবত্বের ছোঁয়া৷ উপকরণের পাশাপাশি জায়গা করে নিয়েছে কল্পনাও৷ কলকাতাতেও শেষ পর্যায়ের তোড়জোড়। এবার অপেক্ষা শুধু আলোর উৎসবের৷