সতীপীঠ গুয়াহাটির কামাখ্যা মন্দির ও তারাপীঠে কালীপুজোয় ভক্ত সমাগম, জেনে নেব দুই মন্দিরের নানা পৌরাণিক কথা
অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা। ১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন। ৫১ পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত আছে। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিত হন। কামাখ্যা মন্দিরে পুজো উপলক্ষে রাত পর্যন্ত মহাযজ্ঞের আয়োজন। মন্দিরের মধ্যে ১০টি নামী আখড়ায় প্রথা মেনে যজ্ঞের সূচনা করা হয়। কথিত আছে, বশিষ্ঠ মুনি এক সময় এই কামাখ্যাতে যজ্ঞ করেছিলেন। পুজো ও যজ্ঞ দেখতে ভক্তের সমাগম কামাখ্যা মন্দিরে।
তারাপীঠে শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে পুজো৷ আলোর মালায় সেজেছে গোটা মন্দির৷ ভক্তদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি শীতলভোগ৷