শারদ আনন্দ: শোভাবাজার রাজবাড়িতে পুজোর চারদিনই মা-কে ভোগ দেওয়া হয়, রাজবাড়ির হেঁশেলে তৈরি হয় নানারকম নোনতা এবং মেঠাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2018 02:30 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শারদ আনন্দ: শোভাবাজার রাজবাড়িতে পুজোর চারদিনই মা-কে ভোগ দেওয়া হয়। তবে অন্নভোগ নয় থাকে নানারকম নোনতা এবং মেঠাই। ভোগের সেইসব সুখাদ্য তৈরি হয় বাড়িতেই। রাজবাড়ির হেঁশেলে ঢুকে সেই ভোগের প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি পাপিয়া সিংহ দেবনাথ।