শারদ আনন্দ: পাড়ার দুর্গাপূজোয় খোশমেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়, সেলফি তোলার আবদার নিয়ে উপচে পড়ল ভিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2018 06:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শারদ আনন্দ: পাড়ার দুর্গাপূজোয় খোশমেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়। বড়িশা প্লেয়ার্স কর্ণারে সন্ধিপূজো দেখতে এসে অবশ্য বেশিক্ষণ থাকা হল না সৌরভের। তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার থেকে শুরু হওয়ার পর উপচে পড়ল ভীড়।