আজ মহাষ্টমী। পুষ্পাঞ্জলি, মন্ত্র উচ্চারণ, সন্ধিপুজোর মাধ্যমে উত্সবের আনন্দ চেটেপুটে নিচ্ছে মানুষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2018 09:57 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ মহাষ্টমী। অষ্টমীর পুজো শেষে পুষ্পাঞ্জলি, মণ্ডপে উদাত্ত কণ্ঠে স্তোত্রপাঠ৷ বেলা গড়ালেই সন্ধিপুজো। উত্সবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি৷ রঙিন পোশাকে, বিজ্ঞাপনে ঝলমলে পথঘাট৷ আলোমাখা লাখো মুখ৷ উত্সবের উচ্ছ্বাস৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় বাড়বে ভিড়৷ প্যান্ডেল ভরে যাবে অসংখ্য মাথায়। সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া৷ মন খারাপ করা নবমীর আগে উত্সবের আনন্দে ভাসতে প্রস্তুত তিলোত্তমা