পুজো আর উৎসব : চারমন্ত্রীর বাকযুদ্ধে সুব্রতের পাশে শতাব্দী ও কল্যাণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2018 03:24 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
একডালিয়ারটাই পুজো, বাকি সব উৎসব। ষষ্ঠীতে এভাবেই তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের একাংশকে কটাক্ষ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। অষ্টমীতে জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। পার্থ বললেন, একডালিয়ায় ভিড় হয় অবস্থানগত সুবিধার কারণে! আর অরূপ বললেন একডালিয়ার পুজো হয় মূল্য ধরে। পুজো একার, উৎসব সবার, মন্তব্য ফিরহাদ হাকিমের। টাকা দিয়ে আত্মপ্রচারেই থিমের পুজো। সুব্রতর পাশে দাঁড়িয়ে দাবি কল্যাণের। একডালিয়ার প্রচারের দরকার নেই। মত শতাব্দীর