Rashifal 2026: নতুন বছরে কাটবে সমস্ত বাধা বিপত্তি ? কী টিপস মেনে চললে ২০২৬ ভালো কাটবে কুম্ভের ?
ABP Ananda LIVE : Kumbha Rashi | Aquarious Zodiac Sign | Kumbha Rashifal 2026 | Aquarious Horoscope: কুম্ভ রাশিতে নতুন বছরে কাটবে সমস্ত বাধা বিপত্তি ? স্বাস্থ্য কেমন থাকবে সারা বছর ? পড়ুয়াদের জন্য কী সুখবর নিয়ে আসতে পারে ২০২৬? এবিপি লাইভ বাংলায় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরামর্শ দিতে থাকছেন জনপ্রিয় অ্যাস্ট্রলজার অ্যাস্ট্রো শর্মিষ্ঠা। কেরিয়ার থেকে ব্যবসা, পারিবারিক জীবন থেকে চাকরি, সব ধরনের পরামর্শ নিয়ে নতুন বছরে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য কামনা করেছেন তিনি। জানিয়েছেন, সমস্যা সমাধানে নতুন বছরে কোন টিপস মেনে চললে, সুরাহা হবে। পরামর্শ কেমন লাগল, জানাতে পারেন কমেন্ট করে। মীন রাশির রাশিফল পরবর্তী ভিডিয়োয়।
Disclaimer : প্রতিবেদনটিতে বক্তার মতামত ও সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত। কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এবং এবিপি নেটওয়ার্ক জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য,পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।