Bangladesh : শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি-র জমায়েত উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ। ABP Ananda Live
Continues below advertisement
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি-র জমায়েত ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বাংলাদেশের প্রধান বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষ। পুলিশের উপর বিএনপি সমর্থকরা পাথরবৃষ্টি করেন বলে অভিযোগ। উত্তেজনার সূত্রপাত, পৃথক একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়া শাসক আওয়ামি লিগের সমর্থক বোঝাই একটি বাসের উপর হামলার পর। আওয়ামি লিগ সমর্থকদের অভিযোগ, হামলা করে বিএনপি সমর্থকরা। বিএনপি-র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। এরপরই দু'দলের সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। গোটা ঘটনার প্রতিবাদে বিএমপি-র পক্ষ থেকে রবিবার দিনভর ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হিংসা থামাতে ঢাকা জুড়ে ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী বছরের শুরুতেই সম্ভবত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে।
Continues below advertisement