Bnagladesh News: সরকারি চাকরিতে ৭ শতাংশ সংরক্ষণ রাখল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ABP Ananda Live

Continues below advertisement

 Bangladesh News: ছাত্র আন্দোলনের মধ্যেই বাংলাদেশ হাইকোর্টের নির্দেশ খারিজ। সরকারি চাকরিতে ৭ শতাংশ সংরক্ষণ রাখল সুপ্রিম কোর্ট। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোটা মাত্র ৫ শতাংশ।  সংরক্ষণ-সংঘাতে বাংলাদেশে মৃতের সংখ্যা ১৬০ পার। বাংলাদেশের দিক থেকে কেউ কড়া নাড়লে, দরজা খোলা, বার্তা মমতার। 'বোমাা, বন্দুক, পুলিশ, নেশার সামগ্রী তার সঙ্গে পুলিশ মস্তান বাহিনী এইসব বাদ দিয়ে তৃণমূল কোন ভোটে জিততে পারে? এবং অবশ্যই RSS-র আশীর্বাদ। কামদুনীকাণ্ড নিয়ে এখনও মামলা মোকদ্দমা চলছে, কোনও ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া তো দূরের কথা নারী নির্যাতন বাড়ল কেন', আক্রমণ সেলিমের। 'রক্ত থাকতে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তৃণমূল হাত মেলাবে না', 'আমরা ভয় পাই না, লড়তে জানি', 'বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেই, টাকা দিয়ে সরকার তৈরি করেছে', 'দল কিনে নিয়েছে, অথচ মন্ত্রিত্বও দেয়নি', 'সাম্প্রদায়িকতা, দুর্নীতির কাছে মাথানত করব না', 'কেউ যেন আপনাদের লোভী বানাতে না পারে', 'দুর্নীতির সঙ্গে আপোস নয়', 'ভোটে জিতে মানুষকে পরিষেবা না দিলে কোনও সম্পর্ক নেই', মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়য়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram