Bangladesh News : ঢাকায় আরও একটি ইসকন মন্দিরে হামলা, ধরিয়ে দেওয়া হল আগুন

Continues below advertisement

ABP Ananda LIVE : বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু-বিদ্বেষ! এবার রাজধানী ঢাকাতেই আক্রান্ত ইসকন, মন্দিরে আগুন। ভারতের বিদেশ সচিবের সফরের আগেও বাংলাদেশে তাণ্ডব। বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন। ঢাকায় ইসকনের আরও একটি সেন্টারে আগুন। জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। দাবি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের

এবার ঢাকায় ইসকনের আরও একটি মন্দিরে আগুন। জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তাঁর দাবি, 'জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা'।                                         

তিনি লিখেছেন, ' বাংলাদেশে নামহাট্টায় ইসকনের  আরও একটি কেন্দ্র পুড়ে গিয়েছে। সেই সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের বিগ্রহ এবং মন্দিরের ভিতরের সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ রূপে পুড়ে যায় । কেন্দ্রটি ঢাকায় অবস্থিত। আজ ভোররাত ২ থেকে ৩ টার মধ্যে, দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে অগ্নিসংযোগ করে। মন্দিরটি তৎকালীন তুরাগ থানার আওতাধীন ধৌর গ্রামে অবস্থিত হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অধীনে পড়ে। মন্দিরের পিছনের টিনের ছাদ তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হয় । মন্দিরের ঠিকানা: H-02, R-05, Ward-54, DNCC, Dhaka 1230' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram