Passport Scam: ভুয়ো নথি, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট, তাও ধরা পড়ল না পুলিশ ভেরিফিকেশনে!

ABP Ananda Live: কলকাতায় পর্দাফাঁস হয়েছে বিরাট পাসপোর্ট জালিয়াতি চক্রের। পুলিশ সূত্রে দাবি, এই চক্রের জালিয়াতরা পাসপোর্টের জন্য় প্রয়োজনীয় সমস্ত নথি জাল করে বানিয়ে দিত। অর্থাৎ জন্মের শংসাপত্র, পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট--- সবই জাল করা হত। এই প্রেক্ষাপটে অনেকে বলছেন, পাসপোর্টের জন্য় পুলিশ ভেরিফিকেশনে, নথির সামান্য় এদিক ওদিক হলে, বিস্তর ছুটোছুটি করতে হয়--- এমন অভিজ্ঞতা বিরল নয়। তাহলে এত লোকের, এত জাল নথি সেই পুলিশ ভেরিফিকেশন পর্ব পেরিয়ে গেল কীকরে?

 

 আরও খবর, ভুয়ো ভোটার, আধার এবং প্যানকার্ড দিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনায় ছড়ানো চক্র। এখনও পর্যন্ত অন্তত ৭৩ জন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে ভারতীয় পাসপোর্ট, আদালতে এমনটাই দাবি করেছেন সরকারি আইনজীবী। পুলিশ সূত্রে দাবি, এই সংখ্য়াটা সব মিলিয়ে ২৫০-ও হতে পারে। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ডাকবিভাগের একজন স্থায়ী ও একজন অস্থায়ী কর্মীও রয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola