Bangladesh News : ফের জালে বাংলাদেশি। খাস শিয়ালদা স্টেশনে বৈধ পরিচয়পত্র ছাড়া পাকড়াও মহিলা

Continues below advertisement

ABP Ananda LIVE : শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা। স্টেশন চত্বরে ঘোরাফেরা করায় সন্দেহ পুলিশের। দেখাতে পারেননি কোনও বৈধ পরিচয়পত্র, পাসপোর্ট। জিজ্ঞাসাবাদে নিজেকে বাংলাদেশি বলে দাবি মহিলার। ৩ দিন আগে শিয়ালদায় আসেন বলে পুলিশের কাছে দাবি ওই মহিলার। কীভাবে ভারতে অনুপ্রবেশ তা জানার চেষ্টায় পুলিশ। কোন পথ দিয়ে অনুপ্রবেশ, কাদের সাহায্যে অনুপ্রবেশ, ধৃতকে জিজ্ঞাসাবাদ লালবাজারের। আজ মহিলাকে আদালতে পেশ করা হবে। 

আরও খবর, 

শিশুর জন্মের পর মায়ের মৃত্যু ঘিরে রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়াল। মৃতের আত্মীয়দের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির সদস্যরা। শেষপর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর ৬ মাস পর্যন্ত চিকিৎসা ও লালন-পালনের প্রস্তাবে রাজি হলে অবরোধ ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 

পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে সিজার করে সন্তানের জন্ম দেন অন্ডালের গোপালমাঠের বাসিন্দা মামনি বাউড়ি। অভিযোগ, তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধেয় মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই হাসপাতালের সামনে উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram