Bangladesh News : STF বাহিনীর 'অপারেশন প্রঘাত', জালে আরও দুই জঙ্গি। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য
Bangladesh: অসম এসটিএফের হাতে ধৃত আরও ২ জঙ্গি। আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গি অসম এসটিএফের জালে, দাবি এএনআই সূত্রের। এর আগে বাংলা, অসম, কেরলে হানা দিয়ে ৮ এবিটি জঙ্গিকে গ্রেফতার করে অসম STF। অর্থাৎ এখনও পর্যন্ত মোট ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। নতুন ২ জঙ্গিকে গ্রেফতারের আগে বাংলা থেকে ২ জন, কেরল থেকে ১ জন, অসম থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। অসম এসটিএফ- এর 'অপারেশন প্রঘাত'- এর আওতায় এই এবিটি জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে।
অসম পুলিশ সূত্রে খবর, কোকরাঝাড় থেকে আব্দুল জাহের শেখ (৩০) নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছে সাব্বির মির্ধা নামের আরও এক জঙ্গি। গতকাল রাতে হানা দিয়ে এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৪টি 'একে' সিরিজের রাইফেল, ৩৪টি তাজা গুলি- সহ আইইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শোনা যাচ্ছে, ধৃত জঙ্গিদের দিয়ে বড়সড় নাশকতার ছক কষছিল বাংলাদেশের হ্যান্ডলাররা। আদতে ঠিক কী পরিকল্পনা ছিল এই জঙ্গিদের তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। গতকাল রাতে হানা দিয়ে আব্দুল জাহের ও সাব্বির মির্ধাকে হাতেনাতে পাকড়াও করে অসম এসটিএফ। ৩৪টি স্যুইচ এবং একটি হ্যান্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। বড়সড় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের, অনুমান গোয়েন্দাদের।