Bangladesh: হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও!
ABP Ananda Live: হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও! প্রাণ হাতে করে বেলঘরিয়া ফিরলেন আক্রান্ত ভারতীয়। আরও ৪ সন্ন্যাসী গ্রেফতার। হামলা, গ্রেফতারির পরে ভারতে আসতেও ইসকনের সন্ন্যাসীদের বাংলাদেশের বাধা! ২দিনে ৮৩ জনকে আটকে দেওয়া হল সীমান্তের ওপারে বেনাপোলে। ঢাকায় অফিস থেকে বেরোতেই কট্টরপন্থীদের হাতে আক্রান্ত মহিলা হিন্দু সাংবাদিক। ঘিরে ধরে হেনস্থা, কোনওমতে উদ্ধার। বাংলাদেশে গিয়ে আক্রান্ত ভারতীয়। হিনদুু পরিচয় পেতেই ছুরি দিয়ে মার, ইট-পাথর দিয়ে হামলা! জেল থেকে একের পর এক সন্ত্রাসবাদীদের মুক্তি, দুর্গতদের পাশে দাঁড়ানো সন্ন্যাসীদেরই গ্রেফতার! বাংলাদেশ জুড়ে এখন শুধুই বিভীষিকা। কট্টরপন্থীদের আক্রমণের মধ্যেই ইউনূস সরকারের ধরপাকড়। বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতার! পটিয়ায় মন্দিরে হামলা। কিশোরগঞ্জের সঙ্ঘেও তাণ্ডব। ভয়ঙ্কর ভবিষ্যতের পথে বাংলাদেশ। মানছেন খোদ ওপারের শিল্পীই।