Bangladesh: 'ওঁর দেশে শান্তি রক্ষাবাহিনী প্রয়োজন', মমতাকে পাল্টা কটাক্ষ বাংলাদেশের প্রধান উপদেষ্টার

Continues below advertisement

ABP Ananda Live: বাংলাদেশ প্রসঙ্গে রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে দিকে দিকে। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 'ওঁর দেশে শান্তি রক্ষাবাহিনী প্রয়োজন। উনি ভুল করে নিজের দেশের বদলে আমাদের দেশ বলে দিয়েছে', কটাক্ষ জাহাঙ্গীরের । 

 

আরও খবর, ওপারে যাহা ইউনূস, এপারে তাহাই মমতা: শুভেন্দু । ওপারের মতো এপারেও হিন্দুদের ওপর হামলা' । ফালাকাটা, গার্ডেনরিচ, শ্যামপুর, বেলডাঙার মতো ঘটনা ঘটেছে' । 'বিরোধীদের বেলডাঙায় যেতে পর্যন্ত দেয়নি' । মমতা ও ইউনূসের মধ্যে পার্থক্য নেই' এই লড়াই বেঁচে থাকার লড়াই: শুভেন্দু । '১৯৭১-এ পাকিস্তানকে সরাতে দেড় বছর লেগেছিল' । 'আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে' 'ভারতীয় সেনা বাংলাদেশের জন্য কী করেছিল, মনে নেই?' । বিএনপি নেতা তাঁর স্ত্রীর শাড়ি পোড়াচ্ছেন! ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন' । 'এখনও বাঙালি হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি' । একুশে মমতা আমাকে হারাতে এসেছিলেন, আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম' । নন্দীগ্রামে ৬৫% হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম' । রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন?' । 'কেন লাভ জেহাদ, ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না?' । হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে' । ৬ ডিসেম্বর শৌর্য দিবস পালনের ডাক শুভেন্দু অধিকারীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram