Bangladesh News: জ্বলছে বাংলাদেশ, কখনও ভাঙচুর, তো কখনও আগুন, কখনও প্রাণে মারার হুমকি

Continues below advertisement

ABP Ananda Live: কখনও ভাঙচুর, তো কখনও আগুন, কখনও প্রাণে মারার হুমকি। তো কখনও আবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুঙ্কার! সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জেলবন্দি হওয়ার ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, প্রায় প্রতিদিনই এমন সব ছবি সামনে আসছে। আর যা নিয়ে এপার বাংলায় বাড়ছে উদ্বেগ।

 

আরও খবর, চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুঠ করেছেন রেশন ডিলার। মালদার কালিয়াচকে অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রামবাসীরাই অভিযোগ জানিয়েছেন জেলাশাসকের কাছে। যথারীতি এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। দুর্নীতির অভিযোগ মানছেন না রেশন ডিলারের ছেলে।

এপার বাংলায় এসে বাংলাদেশি নাগরিকদের জন্য জাল পাসপোর্ট। জালে ডাকঘরের অস্থায়ী কর্মী। ভুয়ো পাসপোর্ট পিছু ২ লক্ষ নেওয়ার দাবি পুলিশের।কলকাতা থেকে উঃ ২৪ পরগনা, রাজ্য জুড়ে জাল পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস।ভুয়ো নথি, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট, তাও ধরা পড়ল না পুলিশ ভেরিফিকেশনে!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram