Bangladesh News: বিদ্বেষের বাংলাদেশে আবার মৌলবাদের চোখরাঙানি। টাঙ্গাইলে বন্ধ করে দেওয়া হল লালন উৎসব

Continues below advertisement

ABP Ananda Live: বিদ্বেষের বাংলাদেশে আবার মৌলবাদের চোখরাঙানি। টাঙ্গাইলে বন্ধ করে দেওয়া হল লালন উৎসব। উদ্যোক্তাদের হুমকি হেফাজতে ইসলামের। ঠাঁই নেই লালনেরও ! মৌলবাদী সংগঠনের বাধায় বাংলাদেশে এবার বন্ধ লালনোৎসব। 

 

দু’ দফায় মোট ৮ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

দু’ দফায় মোট ৮ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। বউবাজারের অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে। এই সপ্তাহে আজ থেকে রবিবার পর্যন্ত চারদিন ও আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল। 

 

যে কোনও ধরণের হিংসায় প্রত্যেক রাজ্যকে Zero Tolerance মনোভাব দেখাতে হবে, নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের

'ভোটে হিংসা হোক বা ভোট পরবর্তী হিংসা, গণতন্ত্রে যে কোনও ধরণের হিংসাই ত্যাগ করা উচিত। হিংসামুক্ত সমাজ হচ্ছে আদর্শ এবং যে কোনও রাজ্যের উচিত সমাজকে হিংসামুক্ত করার চেষ্টা করা। যে কোনও ধরণের হিংসায় প্রত্যেক রাজ্যকে Zero Tolerance মনোভাব দেখাতে হবে। যে কোনও ধরণের অপরাধকে যুক্তিযুক্ত প্রতিপন্ন করার চেষ্টা করা এবং তার সঙ্গে রাজনৈতিক ইস্যুকে যুক্ত করা গ্রহণযোগ্য নয়। খুনের মতো মারাত্মক অভিযোগের মামলা প্রত্যাহারের জন্য রাজ্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার ফলে সমাজের কাছে ভুল বার্তা যাবে, নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram