Bangladesh: প্রিজন ভ্যান থেকে নামাতেই পারল না পুলিশ, উত্তপ্ত বাংলাদেশ
ABP Ananda Live: ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর-গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কোর্টে আনতেই বিক্ষোভে বাংলাদেশী সংখ্যালঘুরা। বিক্ষোভের মুখে আড়াই ঘণ্টা প্রিজন ভ্যান থেকে নামাতেই পারল না পুলিশ। বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, ঢাকা পুলিশের লাঠিচার্জ। হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষের গ্রেফতারির প্রতিবাদে ইসকন। কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি ইসকনের। ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার, অবিলম্বে মুক্তির দাবি ইসকনের।
আরও খবর, গুজরাতে ধৃত সিরিয়াল কিলারের কাছে মিলল বালির নিহত তবলা বাদকের মোবাইল। গুজরাত থেকে ধৃত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু। ধৃতের কাছ থেকে উদ্ধার তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে উদ্ধার হয় তবলা বাদকের দেহ। ধৃত সিরিয়াল কিলারই কি তবলা বাদকের খুনি? খতিয়ে দেখছে পুলিশ। গুজরাত যাচ্ছে হাওড়া জিআরপি-র বিশেষ দল।