Bangladesh News: অগ্নিগর্ভ বাংলাদেশ, আটকে শিক্ষাবিদ পবিত্র সরকার। ABP Ananda Live
ABP Ananda Live: অগ্নিগর্ভ বাংলাদেশ, আটকে শিক্ষাবিদ পবিত্র সরকার। ১৮ জুলাই ঢাকা গিয়ে অশান্তিতে আটকে পবিত্র সরকার। একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন পবিত্র সরকার। কোটা-বিরোধী আন্দোলন (Anti Quota Protest) ঘিরে উত্তাল বাংলাদেশ (Bangladesh News)। এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা (Indian Students)।জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ ভারতে এসেছিলেন ঘুরতে। দু’দলই তড়িঘড়ি ফিরতে চাইছেন বাড়ি। ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়কপথে দেশে ফিরছেন। বাংলাদেশ থেকে সীমান্ত (Bangldesh Border) পেরিয়ে দলে দলে দেশে (India) ফিরছেন ভারতীয় পড়ুয়ারা (Students Return)। 'ওখানে থাকার মতো পরিস্থিতি নেই। আরও খারাপ হচ্ছে অবস্থা। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না', প্রতিক্রিয়া দেশে ফের পড়ুয়াদের। মেঘালয়ের (Meghalaya) মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, গতকাল ৪০৫ জন পড়ুয়াকে ডাওকি সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। নেপাল ও ভুটানের কয়েকজন পড়ুয়া এবং বেশ কয়েকজন পর্যটককেও মেঘালয় সরকার উদ্ধার করেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের ইস্টার্ন মেডিক্যাল কলেজে ৩৬ জন পড়ুয়া আটকে রয়েছে বলে জানা গেছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ত্রিপুরা (Tripura) সীমান্ত দিয়ে ফেরানোরও চেষ্টা চলছে বলে জানা গেছে।