Bangladesh News: এপার বাংলায় চিকিৎসা করাতে এসে বিপদে পড়েছেন ওপার বাংলার বাসিন্দারা। ABP Annada Live

Bangladesh Update: এপার বাংলায় চিকিৎসা করাতে এসে বিপদে পড়েছেন ওপার বাংলার বাসিন্দারা। দেশে আত্মীয়-পরিজনের খবর পাচ্ছেন না। কারও ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, কারও আবার টাকা ফুরিয়ে এসেছে। EM বাইপাস লাগোয়া পঞ্চসায়র থানা এলাকায় একাধিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে অনেকেই এখানে ওঠেন। দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। বাংলাদেশে অশান্তির প্রভাব পড়ল উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে। আজ থেকে বন্ধ রফতানি। পণ্য নিয়ে ৩৫টি ট্রাক সীমান্ত পেরোনোর বন্ধ রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে। ধীর গতিতে চলছে আমদানি। সমস্যায় পড়েছেন যাঁরা মুদ্রা বিনিময় ব্যবসায়ী ও যান চালকরা। ফিরতে না পেরে চিন্তিত বাংলাদেশের বাসিন্দারাও। ত্রিপুরার তিন দিকেই বাংলাদেশ সীমান্ত। ৮৫৬ কিলোমিটার কাঁটাতার দিয়ে ঘেরা। আগরতলা-সহ আরও ৩টি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে চলে যাতায়াত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola