Fake Passport: রমরমিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র, কাদের হাতে ভুয়ো পাসপোর্ট, বাড়ছে সন্দেহ
ABP Ananda Live: কলকাতা থেকে জেলায় রমরমিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র। ২-৫ লক্ষ টাকা ফেললেই, হাতে ভারতীয় পাসপোর্ট। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতারের সংখ্যা ক্রমশ বাড়ছে। বার্থ সার্টিফিকেট থেকে মাধ্যমিক-জাল পাসপোর্ট কারবারে আরও গ্রেফতার! ৩ হাজার নথি জাল, সন্দেহ পুলিশের। কাদের হাতে ভুয়ো পাসপোর্ট, বাড়ছে সন্দেহ।
আরও খবর, জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। ড্রেনের ওপর থাকা ভাঙা স্লাবের অংশে পা ঢুকে গিয়ে ধরল চিড়। আপাতত অসিত মজুমদারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ভাঙা ড্রেনে পড়ে বিধায়কের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নাজেহাল হচ্ছেন, বলে খোঁচা দিল বিজেপি।
ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন আব্দুর রহিম বক্সী। এবার হাত ভেঙে, মাথা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল বিজেপি। তৃণমূল জেলা সভাপতির হুমকি-হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বাম-কংগ্রেস।