Suvendu Adhikari : বাংলাদেশের বিচারব্যবস্থা, পুলিশ, সৈন্য জঙ্গিদের হাতে চলে গেছে : শুভেন্দু

Continues below advertisement

Bangladesh News LIVE : বাংলাদেশের বিচারব্যবস্থা, পুলিশ, সৈন্য জঙ্গিদের হাতে চলে গেছে : শুভেন্দু। 'অযোধ্যায় রামমন্দিরের পাল্টা দিঘায় জগন্নাথ তৈরি করছেন'। 'মোদির কৃতিত্ব ধামাচাপা দিতে পাল্টা মন্দির তৈরি মমতার'। 'সরকারি টাকায় দিঘায় ভাস্কর্য তৈরি করলেন মুখ্যমন্ত্রী'। 'মমতার সঙ্গে কোনও হিন্দু সংগঠনের সম্পর্ক নেই'। 'সরকারি টাকায় কোনও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হতে পারে না'। 'মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন'। 'পুরী ধামকে নকল করবেন না, মুখ্যমন্ত্রীকে কেউ এই অধিকার দেননি'। 'মুখ্যমন্ত্রীর সঙ্গে ইসকনের রাধারমণ দাসকে দেখে লজ্জা লাগল'। 'মমতা পুরী ধামকে অপমান করলেন, আর তাঁর পাশে দাঁড়িয়ে সাক্ষী রইলেন রাধারমণ'আক্রমণ শুভেন্দুর।

ফের প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা। TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ,  ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (IVR) কলের মাধ্যমে অভিযোগকারিণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ইলেকট্রনিক ডেটা অ্যানালিসিস করে টাওয়ার লোকেশন মিলিয়ে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের ২ বাসিন্দাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। ধৃত ধনজি জগন্নাথ শিন্দে ও বিনোদ কোনদিবা পাওয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি মোবাইল ফোন ও প্রি-অ্যাক্টিভেটেড সিম। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram