Suvendu Adhikari: মমতা ও ইউনূসের মধ্যে পার্থক্য নেই.., যাহা ইউনূস তাহাই এপারে মমতা: শুভেন্দু অধিকারী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Live : ওপারে যাহা ইউনূস, এপারে তাহাই মমতা: শুভেন্দু । ওপারের মতো এপারেও হিন্দুদের ওপর হামলা' । ফালাকাটা, গার্ডেনরিচ, শ্যামপুর, বেলডাঙার মতো ঘটনা ঘটেছে' । 'বিরোধীদের বেলডাঙায় যেতে পর্যন্ত দেয়নি' । মমতা ও ইউনূসের মধ্যে পার্থক্য নেই' এই লড়াই বেঁচে থাকার লড়াই: শুভেন্দু । '১৯৭১-এ পাকিস্তানকে সরাতে দেড় বছর লেগেছিল' । 'আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে' 'ভারতীয় সেনা বাংলাদেশের জন্য কী করেছিল, মনে নেই?' । বিএনপি নেতা তাঁর স্ত্রীর শাড়ি পোড়াচ্ছেন! ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন' । 'এখনও বাঙালি হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি' । একুশে মমতা আমাকে হারাতে এসেছিলেন, আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম' । নন্দীগ্রামে ৬৫% হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম' । রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন?' । 'কেন লাভ জেহাদ, ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না?' । হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে' । ৬ ডিসেম্বর শৌর্য দিবস পালনের ডাক শুভেন্দু অধিকারীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram