Lakshmir Bhandar: জমা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ? কী অবস্থায় এখন ? কবে ঢুকবে টাকা ? | ABP ANANDA LIVE

ABP Ananda LIVE: নবম দুয়ারে সরকার শেষ হয়েছে ১ ফেব্রুয়ারি । নানা পরিষেবার মধ্যে দুয়ারে সরকারে এবারও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন মহিলারা। লক্ষীর ভাণ্ডারের জন্য নতুন করে জমা পড়েছে অনেক ফর্ম । ফর্ম বাতিল হয়েছে না গৃহীত হয়েছে,টাকা কবে ঢুকবে এসব নিয়ে চিন্তার আর কোনও কারণ নেই । এখন হাতের কাছে সব সমস্যার সমাধান । এখন অতি সহজেই জানা যাবে আপনার ফর্মের স্ট্যাটাস । এখন, যাঁরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পেতে আবেদন করেছেন, তাঁরা সহজেই ঘরে বসেই দেখে নিতে পারবেন, তাঁদের আবেদনপত্রের বর্তমান অবস্থা। কোথায় আছে ? গৃহীত হয়েছে কি না, ইত্যাদি। তবে কোন কোন পদ্ধতিতে অনলাইনে জানা যেতে পারে এই বিষয় নিয়ে তা জানতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে

এই ভিডিওটি  যদি আপনার কাজে লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করুন। এই বিষয়ে নিয়ে আরো অন্য কিছু আলোচনা করার থাকলে কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন। আরো অন্যান্য খবর সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন ABP লাইভে পর্দায়। ধন্যবাদ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola