Motor Vehicles Act: মদ্যপান করে গাড়ি চালান? জানেন কী কী শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য?
Continues below advertisement
Drink and Drive: মদ্যপান করে গাড়ি চালান? তাহলে এখনই সাবধান হন। জানেন কি আমাদের দেশে এক বছরে যত দুর্ঘটনা ঘটে তার ৭৫ শতাংশের জন্য দায়ী মদ্যপান। মোটর ভেইকেলস আইনের (Motor Vehicles Act) ১৮৫ নং ধারা অনুযায়ী মদ্যপান করে গাড়ি চালালে আপনাকে জরিমানা দিতে হতে পারে। শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আটক করাও হতে পারে আপনাকে। কোন ব্যক্তির ১০০ মিলিলিটার ৩০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গেলে জরিমানা ধার্য হতে পারে অথবা সেই ব্যক্তিকে আটক করা হতে পারে। আপনি কি জানেন গাড়ি চালানোর সময় প্রথমবার মধ্যপি অবস্থায় আপনি ধরা পড়লে ঠিক কত টাকা জরিমানা হতে পারে? দ্বিতীয়বার যদি ধরা পড়েন তাহলে আইনে সংস্থান রয়েছে কোন শাস্তির? না জানা থাকলে জেনে নিন এখনই। ABP Ananda Live
Continues below advertisement