ABP News

PM Surya Ghar: কমাতে পারবেন বিদ্যুতের খরচ, পাবেন ভর্তুকিও ! কীভাবে গ্রাহকের উপকারে সূর্য ঘর প্রকল্প

Continues below advertisement

ABP Ananda LIVE: বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে লাভই লাভ ! বিদ্যুৎও ফ্রিতে ! কারা পাবেন ? সবটা জানতে গেলে এই ভিডিওটি দেখতেই হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সম্প্রতি জানিয়েছে, আত্মপ্রকাশের প্রথম বছরের মধ্যেই ৮ লাখ ৪৬ হাজার পরিবারকে উপকৃত করেছে প্রধানমন্ত্রী সূর্য ঘর : বিনামূল্যে বিদ্যুৎ যোজনা প্রকল্পটি (PM Surya Ghar Muft Bijli Yojana PMSGMBY) এই প্রকল্পে বাড়ির ছাদে ভর্তুকিযুক্ত সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমেও যায়। দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কী করতে হবে ? কারা করতে পারবেন আবেদন ? কীভাবে মিলবে ভর্তুকির টাকা ? আবেদনের অন্যান্য যোগ্যতাই বা কী ? পুরো ভিডিওটি দেখুন। কমেন্ট করে জানান আপনার মতামত বা কেমন লাগল ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram