Lending Rate Increase: সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়ে লেন্ডিং রেট বাড়াল এসবিআই | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বাড়ি থেকে গাড়ি-ভোট মিটতেই বাড়ছে ঋণের বোঝা ? সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়ে লেন্ডিং রেট বাড়াল এসবিআই। ৫-১০ বেসিস পয়েন্ট লেন্ডিং রেট বাড়াল এসবিআই। আজ থেকেই স্টেট ব্যাঙ্কের নতুন লেন্ডিং রেট কার্যকর।

এবার থেকে আর প্রোমোটার-সমাজবিরোধীদের সঙ্গে কারও সম্পর্ক নয়। জয়ন্ত কাণ্ডে ভুল কবুল, কামারহাটিতে অভিনব সিদ্ধান্ত ঘোষণা সৌগতর। প্রোমোটার ও সমাজবিরোধীদের সঙ্গে যোগ থাকলে শোকজ, পরে বরখাস্ত। প্রোমোটার-সমাজবিরোধীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কড়া বার্তা সৌগতর। অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধনের বার্তা তৃণমূল সাংসদের। যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না, বললেন সৌগত রায়। মুখ বন্ধে নেতা-কর্মীদের ফরমান, কামারহাটি নিয়ে এবার বলবেন শুধু সৌগত। দলের বিরুদ্ধে কেউ কামারহাটি নিয়ে বাইরে কিছু বলবেন না। অন্য কেউ বিবৃতি দিলে, তা দলবিরোধী বলে গণ্য হবে, হুঁশিয়ারি সৌগত রায়ের। 

নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ ! অভিযুক্ত সাদ্দামের খাটের নীচে সুড়ঙ্গ, ঢুকলেই খাল দিয়ে পগারপার! মাতলা নদীর সংযোগকারী খালে তৈরি ডিঙি, সেই পথেই উধাও! কুলতলিতে প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে হদিশ মিলল সুড়ঙ্গের ! অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলা, গুলিও চলার অভিযোগ। হামলার অভিযোগে ২ মহিলা গ্রেফতার, মূল অভিযুক্ত সাদ্দামের ঘরে তালা। খাট সরালেই সুড়ঙ্গ, প্রায় ৪০ ফুট এগোলেই খাল, সেই পথেই উধাও !

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram