Share Market: আদানি-ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্সও

Continues below advertisement

ABP Ananda Live: আদানি-ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। ঘুষ-কাণ্ডের জেরে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন জারি থাকলেও ঊর্ধ্বমুখী সেনসেক্স। আজ বাজার খুলতেই ঘুরে দাঁড়াল নিফটি-ও। গতকাল আদানি গোষ্ঠী ধাক্কা খেতেই কার্যত ধস নামে LIC, SBI-এর শেয়ার দরেও। ধাক্কা সামলে আজ কিছুটা ঊর্ধ্বমুখী LIC, SBI-এর শেয়ার দর। গতকাল একদিনে LIC-র প্রায় ১২ হাজার কোটি টাকার লোকসান হয়। আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে LIC। গতকাল SBI, PNB সব একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারেও ধস নামে।

 

আরও খবর, বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে তুলকালাম। SFI সদস্যদের সঙ্গে বিশ্বভারতীর বেসরকারি নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি। সিপিএমের ছাত্র সংগঠনের দাবি, বিশ্বভারতীতে বিজেপির লোকজন অনুষ্ঠান করছে। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না বলে দাবি করেন SFI সদস্যরা। এই নিয়ে ধুন্ধুমার বাধে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram